হাসপাতালে ভর্তি মুশফিক

0
112
Print Friendly, PDF & Email

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুশফিকুর রহিম। জ্বরে ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাপোলো হাসপাতালে মুশফিক চিকিৎসাধীন আছেন।

“জ্বরে আক্রান্ত হয়েছেন মুশফিক। তার সঙ্গে আমার কথা হয়েছে, তবে গুরুতর কিছু হয়নি বলেই আমার মনে হয়েছে।”

দেবাশিষের মতে, ভাইরাস জ্বরে ভুগছেন মুশফিক।

জ্বর না কমায় বৃহস্পতিবার পরীক্ষা করতে হাসপাতালে যান তিনি। তখন চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

শুক্রবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরেই মুশফিকের অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন