বরগুনায় গৃহকর্মী কিশোরী ধর্ষিত

0
516
Print Friendly, PDF & Email

বরগুনার সদর উপজেলার ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তার বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে ধর্ষিত ওই কিশোরীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা থানার ওসি আযম খান ফারুকী জানান, এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন।

আসামি যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রেজাউল ইসলাম রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবারই তিনি কর্মস্থল ছেড়ে পালিয়েছেন।

ওসি বলেন, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা গ্রামের ১৪ বছরের ওই কিশোরী প্রায় সাড়ে চার বছর ধরে যুব উন্নয়ন কর্মকর্তা রাজুর বাসায় কাজ করছিলেন।

“নির্যাতিতা বলেছে, দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন কর্মকর্তা তাকে যৌন নিপীড়ন করে আসছিল। গত সোমবার রাতে তাকে ধর্ষণ করে।”

শেয়ার করুন