চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ জন জামাত-শিবির ও বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার রাত ২টা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত ৫টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ২টা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর,
শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও র্যাব সমন্বয়ে যৌথবাহিনী শিবগঞ্জ উপজেলায় ৩৪ জন, সদরে ১১ জন, ভোলাহাটে ৪ জন, নাচোলে ২ জন এবং গোমস্তাপুরে ২জনসহ ৫৩ জন জামাত-শিবির ও বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।