কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : এনজিও কর্মকর্তা অপহরণের অভিযোগে কুড়িগ্রামে দুই পুলিশ কনস্টেবল ও ডিবি পুলিশের সোর্স গ্রেফতার একজন পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের এনজিও কর্মকর্তা মাইদুল ইসলাম গতকাল বুধবার রাতে তার ছোট ভাই কুড়িগ্রাম সরকারী কলেজের ছাত্র লিটনকে কলেজ পাড়ায় দেখতে যায়।ঐ সময় ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামান, কুড়িগ্রাম কোর্টে কর্মরত মামুনুর রশিদ ও শাহাআলম সহ ৫জনের একটি দল এনজিও কর্মকর্তাকে অপহরণ করে কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় নিয়ে যায়।সেখানে মুক্তিপণ হিসেবে টাকা দাবী করে। পুলিশের কথামতে প্রথম কিস্তিতে ১০ হাজার টাকা তার ছোট ভাই লিটন কুড়িগ্রাম শহরের পৌরবাজারে বিকাশে টাকা পাঠায়।ঘটনাটি কুড়িগ্রাম সদর অভিযোগ করা হলে পুলিশ অপহৃত এনজিও কর্মকর্তা মাইদুলকে উদ্ধারের অভিযানে নামে। বুধবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ এনজিও কর্মকর্তা মাইদুলকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ডিবি পুলিশের কনস্টেবল আতিকুজ্জামান, কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল মামুনুর রশিদকে গ্রেফতার করে এবং কুড়িগ্রাম কোর্টে কর্মরত কনস্টেবল শাহাআলম পালাতে সক্ষম হয়। এ ঘটনায় ডিবি পুলিশের সোর্স মনু মেকারকেও গ্রেফতার করে পুলিশ।কুড়িগ্রাম সদর থানার ইন কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
হোম
রংপুর
কুড়িগ্রাম এনজিও কর্মকর্তা অপহরণের অভিযোগে কুড়িগ্রামে দুই পুলিশ কনস্টেবল ও ডিবি পুলিশের সোর্স...