বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক বজ্রপাতে চারজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন আহসান আলী বাবু।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিপারবাজারে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অশ্বিনী কুমার(৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অশ্বিনী উপজেলা সারপুকুর ইউনিয়নের টিপেরবাজার এলাকার মৃত বিসেশ্বর বর্ম্মনের ছেলে।
দুপুরে হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে জয়নাল আবেদিন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। জয়নাল হাতীবান্ধা উপজেলার শেখ সুন্দর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ সময় আরো ৩ জন গুরুতর আহত হন। তারা হলেন ফজর আলী, আবুল হোসেন ও ফরিদুল ইসলাম। তাদেরকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাছাড়াও দুপুরে সানিয়াজান এলাকায় তিস্তা নদীতে মাছ ধরার সময় হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সির্ন্দুনা গ্রামের লুৎফর রহমান ও নওদাবাস গ্রামের বিষাদু চন্দ্রের ছেলে বিষনু চন্দ্র বজ্রপাতে মারা যান।