প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে পাল্টাপাল্টি ধাওয়া

0
272
Print Friendly, PDF & Email

নাটোরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, তবে প্রতিমন্ত্রী অক্ষত আছেন।

বুধবার দুপুরে সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিলদহর বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে প্রতিমন্ত্রী বিলদহর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে যান।

অনুষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইউনিয়ন আওলীগ সভাপতি শাখাওয়াত আলম ওরফে বকুলের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমিনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ অবস্থায় প্রতিমন্ত্রী পুলিশ পাহারায় অনুষ্ঠানস্থল থেকে চলে যান।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। তবে প্রতিমন্ত্রী নিরাপদে ঘটনাস্থল ছেড়ে গেছেন। তার কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন