ডায়াবিটিস থেকে অসাড়তা

0
249
Print Friendly, PDF & Email

ডায়াবিটিস থেকে অসাড়তা

ডায়াবিটিস দেহের প্রতিটি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘদিনের ডায়াবিটিসে চোখ, কিডনি, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র, ত্বক, সন্ধি বা জয়েন্ট, প্রজননতন্ত্রসহ দেহের প্রতিটি অঙ্গই তার স্বাভাবিক কার্যকারিতা হারাবে, রোগাক্রান্ত হবে।

ডায়াবিটিসের কারণে বোধশক্তিও লোপ পেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাজধানীর মোহাম্মদপুরের ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. মোঃ সফিউল্যাহ্‌ প্রধান।

ডায়াবিটিসের কারণে রোগীর মাংসপেশীর কর্মক্ষমতা আস্তে আস্তে কমে আসে। পাশাপাশি ডায়াবিটিস নিউরোপ্যাথি হলে হাত ও পায়ের মাংশপেশী প্যারালাইসিসে আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রে রোগী হাত বা পায়ের কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

শরীরের প্রায় প্রতিটি হাড় ও জোড়া আক্রান্ত হয়। জোড়ার ভিতর বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়ার ফলে ক্ষয় প্রাপ্ত হয়ে অকেজো হয়ে যায়। এতে হাড়ের জোড়ায় ব্যথা হবে, ফুলে যাবে, হাঁটা চলাফেরা, কাজকর্মে ব্যথা তীব্র থেকে তিব্রতর হয়।

ফলে রোগীকে গোসল করতে, জামা-কাপড় পরতে, টয়লেট ব্যবহার করতে বা প্রতিদিনের কাজে মারাত্মক অসুবিধার সম্মুখিন হতে হয়। অনেক সময় মাংসপেশীর অসাড়তা, হাড় ও জোড়ার ক্ষতি হওয়ার ফলে রোগী পড়েও যায়। এতে হাড় ও জোড়া ভেঙে যেতে পারে।

দীর্ঘদিন রোগভোগের কারণে রোগী এক পর্যায়ে পঙ্গুও হয়ে যেতে পারে।

তাই ডায়াবিটিসের কারণে শরীরের বিভিন্ন অসাড়তা, হাড় ও জোড়ার ব্যথায় ব্যথানাশক অষুধ খাওয়া মোটেও উচিত নয়। এতে করে হৃদরোগ, স্ট্রোক ও স্ট্রোকজনিত প্যারালাইসিস, কিডনি অকেজো হওয়া, গ্যাসট্রিক, আলসার ইত্যাদি মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

এক্ষেত্রে ফিজিওথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আধুনিক চিকিৎসা। রোগী একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে সুস্থ হয়ে উঠতে পারেন।

বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর শারীরিক অক্ষমতায় পরিমাণ নির্ণয় করে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ, ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন, ম্যানুয়েল ও মেকানিকল থেরাপি দিয়ে থাকেন। এর মাধ্যমে রোগী সুস্থ হয়।

যেখানে সেখানে ফিজিওথেরাপি নেওয়া উচিত নয়। এতে রোগীর সমস্যা আরো বেড়ে যেতে পারে। দেখেশুনে সঠিক ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা নিলে অবশ্যই রোগী সুস্থ থাকবে।

শেয়ার করুন