শেরপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এতে মাহমুদুল হক রুবেলকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সময় খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে কার্যকরী কমিটি গঠন করতে হবে।
সোমবার রাত ৯টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শেরপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করেন খালেদা জিয়া। এরপর তিনি নতুন কমিটি গঠন করে দেন।
আগের কমিটিতে মাহমুদুল হক রুবেল সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। বৈঠকে ৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।