মোবাইল ব্যাটারির আয়ু বাড়ানোর ১০টি কৌশল

0
233
Print Friendly, PDF & Email

আমরা প্রায়ই ব্যাটারি নিয়ে নানা ধরণের সমস্যার সম্মখিন হয় । বেশী ভুগতে হয় ব্যাটারি কিভাবে ভালো থাকবে তা নিয়ে। আসুন জেনে নিই কীভাবে আমরা আমাদের মোবাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারি।
এখানে ১০টি টিপস দেওয়া হলোঃ

১) নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।
৩) ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন।
৪) ফুল চার্জ না হওয়া পর্যন্ত মোবাইল চার্জ দিন।
৫) মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
৬) অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।
৭) সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
৮) খুব বেশী দরকার না হলে ফোন রির্স্টাট করবেন না।
৯) অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না।
১০) নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন।

শেয়ার করুন