ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতে ঢুকে আসা বাংলাদেশিরা বিছানা, বালিশ গুছিয়ে তৈরি থাকুন। ১৬ মের পর তাদের এদেশ থেকে তাড়ানো হবে।’
গত রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ির সমর্থনে জনসভায় এ কথা বলেন তিনি।
বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও আসামে দুই কোটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ করে আসছে।
সভায় মোদি বলেন, ‘বহু রাজ্যেই বলা হয়, বিহারীরা অতিথি। কিন্তু রাজধানী দিল্লিসহ ভারতের বহু রাজ্যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রয়েছে। পশ্চিমবঙ্গেও রয়েছে। তারা ভারতের অন্য প্রদেশের মানুষের রুজি, রোজগারে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
মমতা ব্যানার্জির উদ্দেশে তিনি বলেন, ‘উড়িষ্যা, বিহার, উত্তর প্রদেশের মানুষদের উনি অতিথি বলছেন। কিন্তু বাংলাদেশিদের প্রশ্রয় দিচ্ছেন। ১৬ মের পর তাদের ভারত থেকে তাড়ানো হবে। বিহারীরা আমার ভাই। তাদের আমি বুকে আগলে রক্ষা করব।’