আগে জয় বাংলা পরে জাতীয় পার্টি

0
176
Print Friendly, PDF & Email

এত জয় বাংলা, জয় বাংলা করেন কেন?’ নেতাদের উত্তেজিত প্রশ্ন। চিত্রনায়ক কাম রাজনীতিকের জবাব এলো -‘তো কি করবো? আগে জয় বাংলা, পরে জাতীয় পার্টি।’

সোমবার জাতীয় পার্টির যৌথসভায় উপস্থিত নেতাদের সাথে এভাবেই বিবাদে জড়িয়ে পড়ে এ কথা বলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।

সূত্র জানায়, সভার শুরুর দিকেই বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এক পর্যায়ে তিনি আঙ্গুল তুলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার দিকে এবং বলেন, ‘সোহেল রানা কি করে দলের নির্বাচন পরিচালনা সেলের প্রধান হন। তিনি তো এর আগে কোনো দিন জাতীয় নির্বাচনে অংশগ্রহণই করেননি। তিনি কিভাবে এ দায়িত্ব পালন করেন।’

রওশনের পরে বক্তব্য দেন কয়েকজন সিনিয়র নেতা। এরপর বক্তব্য রাখেন সোহেল রানা।

সোহেল রানা শুরুতে দলের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন। এক পর্যায়ে রওশনের বক্তব্য প্রসঙ্গে উত্তেজিত হয়ে পড়েন । তিনি বলেন, ‘আমি একাই নির্বাচন পরিচালনা করেছি। আমার সঙ্গে আরো ২৭ জন ছিল। তাছাড়া, এটা (৫ জানুয়ারির নির্বাচন) তো কোনো নির্বাচনই হয়নি। দায়িত্ব আর পালন করলাম কোথায়।’

সোহেল রানা বলেন, ‘উনি (রওশন) কিভাবে বললেন যে, আমি অনভিজ্ঞ। আমি এর আগে অনেক নির্বাচন পরিচালনা করেছি। এমনকি আওয়ামী লীগেরও অনেক নির্বাচন সমন্বয় করেছি । বঙ্গবন্ধু আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন।’

এ সময় উপস্থিত অন্য নেতারা উত্তেজিত হয়ে বলে উঠেন, ‘আপনি কথায় কথায় এত জয় বাংলা, জয় বাংলা করেন কেন?’

এর জবাবে ক্ষেপে গিয়ে সোহেল রানা বলেন, ‘জয় বাংলা বলবো না তো কি বলবো। এটা কোনো দলীয় শ্লোগান নয়। সবাই এই শ্লোগান দিতে পারে। এটা একটা জাতীয় শ্লোগান। আগে জয় বাংলা পরে জাতীয় পার্টি।’

এক পর্যায়ে সভাকক্ষে চরম উত্তেজনা দেখা দেয়। কক্ষের বাইরে থেকেও হট্টগোল শোনা যাচ্ছিল। পরে প্রেসিডিয়াম সদস্য মুজিবল হক চুন্নু দাঁড়িয়ে যান এবং তার বক্তব্য শুরু করেন। এতে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

শেয়ার করুন