ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও যৌতুকলোভী পাষন্ড স্বামীর নির্যাতনে গৃহবধু মর্জিনা বেগম (২১)-এর মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, ২ লাখ টাকা যৌতুক না দিতে পারায় পাষন্ড স্বামী জাহিদুল নির্যাতন করে মর্জিনাকে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছে। গতকাল শুক্রবার নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূর দাদা বজলুর রহমান জানান, ৪ বছর আগে ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও গ্রামের দুলাল মিয়ার পুত্র জাহিদুলের সাথে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মজনু মিয়ার কন্যা মর্জিনার বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা ভেবে কৃষক পিতা মজনু মিয়া তার জামাতার হাতে নগদ ১ লাখ টাকা দেয়। মর্জিনার কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান। সুখের সংসার চলতে থাকে তাদের। এক পর্যায়ে মর্জিনার স্বামী জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। যৌতুকলোভী স্বামী জাহিদুল টাকার জন্য স্ত্রী মর্জিনাকে নির্যাতন করতে থাকে। গত বুধবার জাহেদুল আরো ২ লাখ টাকা যৌতুক হিসেবে নিয়ে আসার জন্য মর্জিনাকে চাপ দেয়। এক পর্যায়ে রাতে মর্জিনার উপর অমানুষিক নির্যাতন চালায়। হতদরিদ্র কৃষক পিতা যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে পরদিন বৃহস্পতিবার যৌতুকলোভী পাষন্ড স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু হয়।
মৃত্যুর পর সুচতুর স্বামী মর্জিনার মুখে বিষ ঢেলে বিষপানে আত্নহত্যা করেছে বলে নিহত গৃহবধুর ভাই সজিবকে মোবাইল ফোনে জানিয়ে দেয়। গতকাল শুক্রবার পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধুর পিতা মজনু মিয়া বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় অভিযোগ দায়ের করে । লাশ ময়না তদন্তের জন্য মচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে।