বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ গতকাল শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার ২৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৩ কেজি ২৬৫ গ্রাম। প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। আটক ব্যক্তি হচ্ছে কুমিল্লা জেলার মো. বাহার (৩৫)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এই সোনার বার উদ্ধার করা হয়। বিমান কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার পরিচালক মঈনুল হক বাসসকে একথা জানান।
মঈনুল হক জানান, সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমান দুবাই থেকে ঢাকায় আসে। ওই বিমানের যাত্রী ছিল মো. বাহার। বাহার বিমান থেকে নামার পর মালামাল নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বিমান কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা তার পিছু নেয়। গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়। তার শরীর ও পায়ের জুতার ভেতর থেকে ২৮ পিস সোনার বার সহ তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি এহতেশামুল হকও সোনা আটকের ঘটনা নিশ্চিত করেন।
তিনি জানান, আটক বাহার বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে।