কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ

0
188
Print Friendly, PDF & Email

কেরানীগঞ্জে সেনাবাহিনীর নামে জমি অধিগ্রহণের চেষ্টার প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকাল আটটা থেকে এ অবরোধ শুরু হয়।
বুড়িগঙ্গা চীন-মৈত্রী প্রথম সেতুর ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজেন্দ্রপুর এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনা ও বরিশাল রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীদের দাবি, দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ও কোন্ডা এলাকায় সেনাবাহিনীর নামে তাঁদের জমি অধিগ্রহণের চেষ্টা চলছে। এর প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন।
মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী সকাল থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা করছেন

শেয়ার করুন