নারীর কারণেই মিরপুরের জোড়া খুন

0
179
Print Friendly, PDF & Email

মিরপুরে জোড়া খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ নিশ্চিত হয়েছে এক কিশোরী অপহরণ নিয়েই এই খুনের ঘটনা ঘটেছে। খুনিরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ জানায়।
গত রোববার রাতে রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীর হোসেন ও কাইয়ুম নামে দুই যুবককে। পীরেরবাগ এলাকা থেকে বিল্লাল নামে এক যুবক পাপিয়া নামের ওই কিশোরীকে অপহরণ করে। নিহতরা ওই কিশোরীর আত্মীয়স্বজন। গত শুক্রবার থেকে ওই কিশোরী নিখোঁজ রয়েছে। খোঁজখবর নিয়ে কিশোরীর স্বজনেরা বিল্লালের বোন পারভীনের বাসায় যান। সেখানে পারভীনের সাথে প্রথম দফায় তাদের কথাকাটাকাটি হয়। পরে তারা আবারো ওই বাসায় যান। এ সময় বিল্লালের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব মিলে তাদেরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পরই পারভীনের পরিবার ওই এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, বিল্লালের আরো দুই ভাই রয়েছে, যারা কলেজে পড়ে। তারাই বন্ধু-বান্ধব নিয়ে এই খুনের ঘটনা ঘটায়।
এ দিকে ঘটনার পর কাইয়ুমের ভাই থানায় একটি মামলা করেছেন। মামলায় মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেছেন, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে নারীঘটিত কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, পাপিয়াকে উদ্ধার এবং বিল্লালসহ অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন