কিশোরীর সাথে প্রেম ও তাকে অপহরণের ঘটনার জের ধরে রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী দাবি করেছে।
আজ রাতে মিরপুরের দক্ষিণ পীরেরবাগে বটতলার গলিতে কাইয়ুম (৩১) ও জাহাঙ্গীর (২৯) নামের দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা ওই কিশোরীর স্বজন হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, কিশোরীর বয়স ১২ থেকে ১৪ বছর। তার বাড়ি পীরেরবাগের বটতলার গলিতে। গত শুক্রবার থেকে ওই কিশোরীকে পাওয়া যাচ্ছিল না। তদন্ত করে জানা গেছে, বটতলা এলাকার রং মিস্ত্রি বিল্লালের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিশোরীর পরিবার তা মেনে নেয়নি। কিশোরীকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের সদস্যরা গতকাল রাতে বটতলার গলিতে বিল্লালের বড় বোন পারভীনের বাসায় যান। সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কিশোরীর পরিবারের এক সদস্য পারভীনকে চড় মারেন। এ সময় পারভীনের পরিবারের সদস্যদের সাথে তাদের হাতাহাতি হয়। পরে কিশোরীর পরিবারের সদস্যরা সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে দুটি মোটরসাইকেলে করে আরো কয়েকজন যুবক পারভীনের বাসায় যান। তাদের মধ্যে নিহত জাহাঙ্গীর ও কাইয়ুম ছিলেন। পরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সালাউদ্দিন খান আরো জানান, নিহত জাহাঙ্গীর ও কাইয়ুম ওই কিশোরীর পরিবারের সদস্য। এ ব্যাপারে তিনি এখনো নিশ্চিত নন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরীর পরিবারের প থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে তিনি জানান।
ওসি সালাউদ্দিন খান জানান, ওই কিশোরীর বাড়ি পীরেরবাগ এলাকায়। তদন্তের স্বার্থে তিনি কিশোরী বা তার পরিবারের পরিচয় জানাতে চাননি। নিহত জাহাঙ্গীরের রাজধানীর মনিপুরে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে বলে জানা গেছে। তার স্ত্রীর নাম পুতুল। তিনি বরিশালে রয়েছেন। হত্যার পরে জাহাঙ্গীরের মোবাইল ফোন থেকে পুলিশ তার স্ত্রীর সাথে কথা বলেন। নিহত কাইয়ুমের বাড়িও পীরেরবাগে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ পীরেরবাগ এলাকার বটতলার গলিতে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ওই যুবকদের কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইলফোন সেট এবং অ্যাপাচি ও ডিসকভার মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।