ঈশ্বরদীতে হত্যা মামলার আসামি ছিনতাই: পুলিশসহ আহত ৬

0
240
Print Friendly, PDF & Email

পাবনার ঈশ্বরদীতে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে আসামিরপক্ষের লোকজন। এ সময় তাদের বাধা দিতে গেলে আসামিপক্ষের লোকজনের মারপিটে দুই পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জোতগাজী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ নামের এক যুবককে আটক করেছে।

এলাকাবাসী জানায়, প্রায় এক বছর আগে উপজেলার কালিকাপুর গ্রামের ব্যবসায়ী মজিবর রহমানকে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রধান আসামি জোতগাজী গ্রামের আকাত মালিথা বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আকাত মালিথাকে গ্রেফতার করে।

জোতগাছি গ্রামের বাসিন্দা রাসেল হোসেন অভিযোগ করে বলেন, ওই সময় পুলিশের সামনেই মামলার বাদী পক্ষের লোকেরা আসামি আকাতকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে আসামি আকাত মালিথার পক্ষের লোকজন একত্রিত হয়ে পুলিশ ও বাদী পক্ষের লোকজনের ওপর হামলা চালিয়ে আসামি আকাতকে ছিনিয়ে নেয় ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিপক্ষের হামলায় ঈশ্বরদী থানার এসআই সাহাজ উদ্দিন, কনসটেবল মিজান, মামলার বাদী আনসারুল ইসলাম, জুয়েল, সজিব, আকাত, পলাশসহ ছয়জন আহত হয়। আহতদের মধ্যে জুয়েল ও সজিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

শেয়ার করুন