সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’র (র) হাতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্স’র (আইএসআই) সদস্য আটক’র বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ব্যাখ্যা চান।
মির্জা ফখরুল বলেন, সম্প্রতি সংবাদ মাধ্যমে ‘র-আইএসআই’ নিয়ে যে খবর প্রকাশ পেয়েছে তা সঠিক নাকি মিথ্যা, এ ব্যাপারে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত।