রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরের নেতাকর্মীরা। তবে এতে কেউ হতাহত হননি।
বুধবার সকালে নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় শিবিরকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে সাগরপাড়া বটতলা এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির।
মিছিলটি নগরীর বেলদার পাড়া দোশর মণ্ডলের মোড়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে পথসভা করে শিবির নেতাকর্মীরা।
ওসি জানান, খবর পেয়ে পুলিশের এপিসি কার ও একটি ভ্যান সেখানে উপস্থিত হলে শিবিরকর্মীরা গাড়ি লক্ষ্য করে পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে তিনি জানান।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি সায়েদুর রহমান।