রাজবাড়ির সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড়ভবানীপুর এলাকা থেকে এক যুবতীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে বড় ভবানীপুর এলাকার একটি মেহগুনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজবাড়ি সদর থানার এসআই ওয়াদুদ আলম জানান, সকালে লোকজন যাওয়ার পথে রাস্তার পাশে মেহগুনি বাগানে এক যুবতীর লাশ পরে থাকতে দেখে। তারা স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এসআই আরো জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তর অন্য কোনো জায়গা থেকে ওই যুবতীকে অপহরণ করে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশটি ওই বাগানের নির্জন স্থানে ফেলে গেছে।