মুন্সীগঞ্জের লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার একমাত্র ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। নিহতের নাম রকিবুল হাসান রকি খান (৩০)। সোমবার রাত ১টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা সংলগ্ন পোট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
মাওয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানান, থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের আব্দুল মতিন খানের ছেলে রকি তার এক বন্ধুসহ রাজধানী ওয়ারীর বাসা থেকে প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ীতে আসছিলেন। এ সময় রকির বন্ধু রাজীব (২৪) প্রাইভেটকারটি চালাচ্ছিল। ঢাকা মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা সংলগ্ন পোট্রোল পাম্প এলাকায় এলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণবঙ্গগামী ফেরী পারাপারের অপর একটি মালবাহী থামানো ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রকি মারা যান। গুরুতর আহত রকির বন্ধু রাজীবকে ঢাকার একটি হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।