প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কল্যাণে সবাইকে একত্রে কাজ কররা আহ্বান জানিয়েছেন। আর তাহলেই বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার আহ্?ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি জনগণের অর্থে নির্মিত এ প্রতিষ্ঠানকে জনগণের সেবায় উৎসর্গ করার জন্য আহছানিয়া মিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের বৃহত্তম ক্যান্সার হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় নবদিগন্তের সূচনা হলো। শেখ হাসিনা বলেন, আমি আশা করবো, সাধারণ মানুষ, বিশেষ করে ক্যান্সার রোগীরা যাতে অতি সহজে এবং কম খরচে এখানে চিকিৎসার সুযোগ পায় সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক দৃষ্টি রাখবে। প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটিকে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের সামর্থবান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের উপদেষ্টা ও আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিক-উল হক উপস্থিত ছিলেন