দুবাইয়ে কর্মব্যস্ত তোফায়েল

0
108
Print Friendly, PDF & Email

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) দুই দিন কর্মব্যস্ত সময় পার করলেন। মঙ্গলবার সে দেশের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার শেখ সুলতান বিন সাঈদ আল মনসুরের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা ও প্রবাসী শ্রমিকদের ভিসা জটিলতা বিষয়টি তুলে ধরেন তোফায়েল আহমেদ। বর্তমানে উভয় দেশের বাণিজ্য প্রায় এক বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তার মধ্যে বাংলাদেশ প্রায় ৩০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে। এ ছাড়া সে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে মিলিত হন বাণিজ্যমন্ত্রী। চতুর্থ বার্ষিক বিনিয়োগ কমিটি-৩ এর সামিটে যোগদানের জন্য বাণিজ্যমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। বাণিজ্যমন্ত্রী ইউএই অর্থনীতিবিষয়ক মন্ত্রী বাংলাদেশের পোর্ট ও সিপোর্ট এবং ট্যুরিজম সেক্টরে বিনিয়োগের প্রস্তাবের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অর্থনীতিবিষয়ক মন্ত্রীকে অগ্রাধিকার খাত হিসেবে যোগাযোগ নেটওয়ার্ক, জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামো, বিমান ইত্যাদি সেক্টরেও বিনিয়োগের আহ্বান জানান। উভয় দেশের মধ্যে সুষ্ঠু ব্যবসার পরিবেশ সমুন্নত রাখতে মানি লন্ডারিং ও স্মাগলিংয়ের বিষয়ে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রী ‘৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের কথা মনে করিয়ে দেন। ইউএই মন্ত্রী উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের বিভিন্ন খাত বিশেষ করে শিপিং, পোর্ট, ট্যুরিজম এবং অন্যান্য শিল্পে বিনিয়োগ করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী দ্বিমুখী বাণিজ্য সুবিধা প্রদানসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের আশা প্রকাশ করেন। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী চট্টগ্রামের ডবলমুরিংয়ে কন্টেইনার টার্মিনাল এবং সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণে তাদের আগ্রহের কথা জানান। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী তোফায়েল আহমেদকে জানান, তার দেশের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুয়াম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য নিমন্ত্রণ জানিয়েছেন, যা উভয় দেশের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করে দুবাই সরকার। দুই দিনের সফর শেষে তোফায়েল আহমেদের আজ দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন