ধনাঢ্যদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

0
311
Print Friendly, PDF & Email

ধনাঢ্য ব্যক্তিদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে প্রেম করতেন সুন্দরী দোলা। এরপর কৌশলে ওই ব্যক্তিকে নিয়ে যেতেন কোনো এক ফ্যাটে। সেখানে বন্ধ ঘরে যখন প্রেমিক-প্রেমিকার মধুর আলাপন চলতো ঠিক তখনই যমদূতের মতো ঘটনাস্থলে হাজির হতো ডিবি পুলিশ। তার পেছনেই ক্যামেরা হাতে সাংবাদিক। দোলাও সুড়সুড় করে চলে যেতেন পুলিশ ও সাংবাদিকের পক্ষে। অন্য দিকে চরম বিপদে পড়ে যেতেন ওই ধনাঢ্য ব্যক্তি। অতঃপর দোলা, পুলিশ ও সাংবাদিককে মোটা অঙ্কের টাকা দিয়ে মুক্তি পেতেন তিনি।
না, এটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়। রাজধানীতে এভাবেই প্রতারণার দায়ে দুই নারীসহ ছয় প্রতারককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হ্যান্ড কাফ ও ওয়াকিটকি।
 গতকাল রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি ডিসি (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার ৩৬/২-এ নম্বর বাসা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেনÑ মডেল ও নায়িকা পরিচয়দানকারী দোলা আক্তার (২০), ডিবির সহকারী কমিশনার (এসি) পরিচয় দেয়া মো: আবু তালেব, ডিবির ইন্সপেক্টর পরিচয় দেয়া মো: আজাহার উদ্দিন খান, ডিবির এসআই পরিচয় দেয়া মো: মোস্তফা, সাংবাদিক পরিচয় দেয়া মো: শামীম সিকদার ও দোলা আক্তারের খালা সালমা বেগম। কৃষ্ণপদ রায় জানান, দোলা বিভিন্ন সময় বিত্তবান ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলেন। কিছু দিন প্রেম করার পর তাকে নির্দিষ্ট একটি ফ্যাটে নিয়ে যেতেন। এর পর ঘটনাস্থলে হাজির হয়ে ডিবির সদস্য ও সাংবাদিক পরিচয় দিয়ে গ্রেফতার ও ছবি তোলার ভয় দেখাতেন আবু তালেব, আজাহার ও শামীম সিকদার। এভাবে ওই ব্যক্তিদের কাছ থেকে হাতিয়ে নেয়া হতো মোটা অঙ্কের টাকা। তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রতারক চক্রটি বেশ কয়েকজনকে ফাঁদে ফেলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। গত ২৬ আগস্ট মিরপুর বিআরটিএ অফিসের সামনে লন্ডনপ্রবাসী এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এ ছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তার কাছ থেকেও একই কায়দায় ১৭ লাখ টাকা বাগিয়ে নেয়। অতি সম্প্রতি একজন রাজনৈতিক নেতার কাছ থেকে একই কায়দায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর ওই নেতা মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে মহানগর ডিবি পুলিশ। এক পর্যায়ে ডিবি পুলিশের একটি দল মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় দু’টি মামলা করা হয়েছে।

শেয়ার করুন