প্রবীণ সাংবাদিক এ বি এম মূসার লাশ আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে। সেখানে বেলা দেড়টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর সেখান থেকে সড়ক পথে তার লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি ফেনীতে।
উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান সাংবাদিক এ বি এম মূসা।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এবিএম মূসার প্রথম জানাজা বুধবার বাদ মাগরিব মোহাম্মদপুরের ইকবাল রোডের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মায়ের কবরের পাশে শায়িত হবেন এ বি এম মুসা
ফেনী অফিস জানায়, দেশ বরেণ্য সাংবাদিক ফেনীর আলোকিত সন্তান, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম মুসার অন্তিম ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই হবে শেষ শয্যা। অসুস্থ অবস্থায় তিনি স্বজনদের কাছে এমন আগ্রহের কথা জানিয়েছিলেন। শুধু তাই নয়, বছর খানেক আগে নিজের অর্থায়নে কবরস্থানের সীমানা প্রাচীরও তৈরি করেছিলেন তিনি।
ফুলগাজীর কুতুবপুর গ্রামের ডেপুটি বাড়ি সংলগ্ন ওই পারিবারিক কবরস্থানে তার মা সাজেদা বেগমের কবর।
পরিবার সূত্র জানিয়েছে, রাজধানীতে কয়েকটি জানাযা শেষে আজ বাদ যোহর ফেনীর উদ্দেশে তার লাশ রওয়ানা হবে। বাদ মাগরিব শহরের মিজান ময়দানে ও বাদ এশা মুন্সীরহাট আলী আজ্জম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাযা শেষে কুতুবপুর গ্রামে তাকে দাফন করা হবে।
তার মৃত্যু সংবাদে নিজ জেলা ফেনীর সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। সর্বজন শ্রদ্ধেয় এ বি এম মূসার ইন্তেকালে শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন সহ রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বি.কম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক যতন মজুমদার, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল রকিব কাজমী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, ফেনী বিএমএর সভাপতি ডা: মঞ্জুর ইকবাল ও সাধারণ সম্পাদক ডা: সাহেদুল ইসলাম কাওছার, আলোকিত ফেনী ফাউন্ডেশনের মহাসচিব কবি মনজুর তাজিম, ফেনী পোয়েট সোসাইটির সভাপতি মাহবুব আলতমাস প্রমুখ।