কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের একটি মাঠে আজ বৃহস্পতিবার সকালে পরিচয়হীন এক নারীর লাশ পড়ে থাকতে দেখা গেছে বলে জানা গেছে। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, ‘লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে রওনা দেওয়া হচ্ছে।’
তেকালা গ্রামটি পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামসংলগ্ন। পীরতলা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন মাঠে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশটি কুষ্টিয়া সীমানার মধ্যে পড়ে আছে। এ জন্য ঘটনাস্থল থেকে ফিরে আসা হয়েছে।
আনোয়ার হোসেন জানান, একই রশি দিয়ে হাত-পা ও গলায় ফাঁস দেওয়া। ওই নারীর বয়স ৩০-৩২ বছর হতে পারে। তাঁর মুখ থেঁতলে দাঁত ভেঙে ফেলা হয়েছে। পরনে হলুদ পেটিকোট ও কমলা রঙের ব্লাউজ।