সৈয়দ মেহেদী আহমেদ রুমী
আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\ “মরণ বাঁধ ফারাক্কা ভেঙ্গে দাও, বাংলাদেশকে মরম্নভুমি বানানোর চক্রানত্ম প্রতিহত করতে হবে” এ শ্লোগানকে সামনে রেখে পদ্মা নদীসহ সকল নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে গঙ্গা বাঁধ বাসত্মবায়ন কমিটি৷ বুধবার সকাল ১১টায় মজমপুর গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধনে গঙ্গা বাঁধ বাসত্মবায়ন কমিটির আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী৷
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মেহেদী রম্নমী বলেন, দেশের জনগণের কথা চিনত্মা না করলেও স্বৈরচারী শেখ হাসিনার ভারতের প্রভুদেও কথা বেশি চিনত্মা করেন৷ তাই একের পর এক দেশ বিরোধী চুক্তি কওে দেশকে ধ্বংসের দাড়প্রানত্মে নিয়ে গেছে৷ দেশে এখন এক হাহাকার বিরাজ করছে৷ এরজন্য এইঅবৈধ সরকারই দায়ী৷ মরণ বাঁধ ফারাক্কার কারণে আজ বাংলাদেশ মরম্নভুমিতে জন্য তার জন্য দায়ী শেখ হাসিনা৷ বাংলাদেশের জনগণ তাদের পানি আদায়ের ন্যায্য হিস্যা পেতে রাজপথে নামতে প্রস্তুত৷
সভাপতির বক্তব্যে অধ্যৰ সোহরাব উদ্দিন বলেন, মরণ বাঁধ ফারাক্কার কারণে আজ বাংলাদেশ মরম্নভুমিতে পরিণত হচ্ছে৷ এই অবৈধ সরকার বিদেশী প্রভুদের মন জয় করতে ব্যসত্ম৷ দেশের সাধারণ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে৷ এ অবৈধ সরকারের কারণে আজ পদ্মা-গড়াইসহ ৫টি নদী এখন শীর্ণ৷ জীব বৈচিত্র এখন হুমকির মুখে৷ মরম্নভুমি বানানের সকল চক্রানত্ম প্রতিহত করতে দেশবাসীকে সোচ্চার হতে হবে বলে তিনি জানান৷
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, শহীদুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এস এম ফারম্নক, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর মুইদ বাবুল, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অ্যাড. শামিম উল হাসান অপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ আফতাব উদ্দিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক একে বিশ্বাস বাবু, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান মিঠু, ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, হাসাননুজ্জামান হাসান, আমিরম্নল ইসলাম আন্টু, সজল, হায়াত আলী, মিরাজুল ইসলাম, শহর বিএনপি নেতা আতাহার হোসেন তারা, হাফিজুর রহমান খোকন, সাইদুর রহমান, আবু তালেব, শওকত হাসান বুলবুল, মোক্তার হোসেন, আনিসুর রহমান টোকন, শমসের আলী, জাহাঙ্গীর হোসেন, আলী আসরাফ পিন্টু, জেলা যুবদল নেতা মিরাজুল ইসলাম রিন্টু, আবু জাফর মোহাম্মদ মতিন, প্রকৌশলী আশরাফ আলী, সদর থানা যুবদল নেতা আব্দুল মাজেদ, জয়নাল আবেদীন সাধু, বাবর আলী, সদর থানা মহিলাদল নেত্রী সাবিহা সুলতানা আফ্রিদি শিল্পী, সদর থানা ছাত্রদল নেতা আব্দুল আওয়াল বাদশা, নাজমুল ইসলাম, শহর ছাত্রদল নেতা মাহাফুজুর রহমান মিথুন, শ্রমিকদল নেতা রবিউল ইসলাম ছোটন, স্বেচ্ছাসেবকদল নেতা মাহাবুব হাসান রাজু, বিপস্নব, সাইদুল ইসলাম টিপু, সজিব প্রমুখ৷