আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও ষ্টিয়ারিং ট্রলি এবং সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ১২ জন৷ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ষোলদাগ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে৷ আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশংকাজনক৷ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, প্রচন্ড বৃষ্টির সময় লালনশাহ সেতুর সংযোগ সড়কের ষোলদাগ যাত্রী ছাউনির সামনে দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাকের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা একটি ষ্টিয়ারিং ট্রলিকে ধাক্কা দেয়৷ এতে ষ্টিয়ারিং ট্রলি উাল্টিয়ে পাশেই থাকা সিএনজির উপর পড়ে৷ এতে চাপা পড়ে সিএনজি ও ট্রলিতে থাকা ১২জন যাত্রী আহত হয়৷ আহতের হাসপাতালে নিলে রাতেই পিন্টু মোল্লা এবং গতকাল বুধবার সকালে বাজু প্রামানিক ও সিএনজি চালক মারা যায়৷ নিহতরা হলোঃ ভেড়ামারার চাঁদগ্রামের নুরা মোল্লার ছেলে পিন্টু মোল্লা (৪০), চাঁদগ্রাম পুর্ব ভেড়ামারা গ্রামের হারেজ প্রামানিকের ছেলে ট্রলি চালক বাজু প্রামানিক (৪৫) এবং ঈশ্বরদী উপজেলার জিগাতলা গ্রামের নিহত সিএনজি চালকের নাম জানা যায়নি৷ আহত ১২ জনের মধ্যে আমিরুল (২৭), মাহাবুল (৪২), কমেলা খাতুন (৬০), সোহেল (১৬), ছবি্বর (২২), মনোয়ারা ((৫৮), রফিকুল(৩০) এর অবস্থা আশংকাজনক৷ তাদেরকে কুষ্টিয়া ও রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ভেড়ামারা থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ ইাইওয়ে পুলিশ অহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই মজিবর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাতপাতালে প্রেরন করা হয়৷ এব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা করা হয়েছে৷