জিয়া প্রথম রাষ্ট্রপতি নয়, প্রথম মোকাব্বের ছিলেন : ইনু

0
138
Print Friendly, PDF & Email

বেগম খালেদা জিয়া-তারেক রহমান যতই চেষ্টাই করুন, যত কথাই বলুন ‘জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি’ নয়। তিনি প্রথম মোকাব্বের ছিলেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী যুবলীগ আয়োজিত সত্য প্রকাশের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার পর ২৭ তারিখ চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রে দাঁড়িয়ে জিয়াউর রহমান মোকাব্বেরের দায়িত্ব পালন করেছেন। কারণ ইমামতি একজনই করেন, বাকি সব মোকাব্বের।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘শয়তানি’ করছেন অভিযোগ করে ইনু বলেন, আমি এর আগেও বলেছি, আজও বলছি। উনার মাথা খারপ হয়নি, উনি পাগলও নয়। এটা পাগলামিও নয়, ডাহা শয়তানি।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী বলেন, তারা যত চেষ্টাই করুন না কেনো বাংলাদেশের ইতিহাস ম্লান করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই আটকিয়ে রাখতে পারবে না। বিচার হবে, হবেই।

যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, হয় মুক্তি না হয় মৃত্যু, মুক্তিযুদ্ধ জিতবে না হয় মৃত্যুবরণ করবেন। শয়তান কিন্তু বদলায় না। ভুলও স্বীকার করে না। কেয়ামত পর্যন্ত শয়তানি করে।

তথ্যমন্ত্রী ইনু বলেন, গতকাল সংসদে বলেছি, খালেদা জিয়া রাজাকারের মাতা। রাজাকারের যেমন দুই বাপ এক মা। তেমনি তার জন্ম তারিখ তিন-চারটা। কিন্তু বাংলাদেশের জন্মতারিখ একটা ২৬ মার্চ। বাংলাদেশের জাতির পিতাও একটা। তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তেমনি স্বাধীনতার ঘোষণাও একটা।

যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন মাহি, আনোয়ারুল ইসলাম, জাকির হোসেন খান, মহানগর উত্তরের সভাপতি ইসমাঈল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

শেয়ার করুন