মদ নিয়ে ছাত্রলীগের কোপাকোপি

0
116
Print Friendly, PDF & Email

মদ বিক্রিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে ছাত্রলীগের অপর একটি গ্রুপ। আহত মেহেদী হাসান বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের গত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহ্রাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। মঙ্গলবার সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চ এলাকায় বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগ নেতা বুলবুল (দর্শন, ৪র্থ বর্ষ), আরিফ (দর্শন, ৩য় বর্ষ) জগন্নাথ হলের ডালটন গাঁজা বিক্রি করছিল। এ সময় মেহেদী (বাংলা, মাস্টার্স) এর প্রতিবাদ জানান। এ সময় ওই তিনজন তাকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে গতকাল বিকাল ৪টার দিকে মেহেদী উন্মুক্ত মঞ্চ এলাকায় আবার গেলে ওই তিনজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলাপাতাড়ি কোপাতে থাকে। এতে মেহেদীর ঘাড়ে, কোমরে এবং মাথায় জখম হয়। এ সময় সজীব নামে এসএম হলের অপর এক ছাত্র সামান্য আহত হয়। পরে উপস্থিত অন্যরা মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে ডালটন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি গতকাল বিকালেই খুলনা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে হেয় করার জন্যই এর সঙ্গে জড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টা আমি শুনেছি। তবে কি বিষয়ে ঘটনাটা ঘটেছে তা আমি জানি না। ছাত্রলীগের কেউ এতে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ডালটনের জড়িত থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ বলেন, গাঁজা বিক্রি নিয়ে তাদের মধ্যে সমস্যা হয়েছে। কারা গাঁজা বিক্রি করছিল সেটি স্পষ্ট নয়। তবে যারাই জড়িত থাক না কেন এর শাস্তির দেয়া হবে।

শেয়ার করুন