তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা কম্পিউটার ব্যবহার জানে না তাদেরকে চাকরি দেয়া হবে না। অচিরেই এ সংক্রান্ত আইন আসবে। আগামী বছর থেকে নবম শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।’
ইন্টারনেটে ১৫ শতাংশ ভ্যাট আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠন করতে হলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে। ইন্টারনেটের ১৫ শতাংশ ভ্যাট মওকুফের জন্য প্রয়োজন হলে অর্থমন্ত্রীর পায়ে ধরবো।’
বুধবার সকালে রাজধনীর শাক্তিনগরে ইস্টার্ন প্লাস ভবনে কম্পিউটার ও মোবাইল মেলা-২০১৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি এক লাখ মহিলাকে ল্যাপটপ নারী হিসেবে তৈরি করার জন্য একটা প্রকল্প হাতে নিতে চেষ্টা করছি। তারা এর মাধ্যমে সমাজে বাড়তি আয় করতে পারবে।’
ইনু আরো বলেন, ‘খালেদা জিয়া তথ্য প্রযুক্তির শত্রু আর জঙ্গিবাদের বন্ধু। জঙ্গিরা শয়তাদের মতো। সুযোগ পেলে বোমা মারবে। তাই আপনি (খালেদা জিয়া) জঙ্গিবাদের সঙ্গ ত্যাগ করুন। তথ্য ও প্রযুক্তির বন্ধু হোন। তাহলেই দেশের মঙ্গল হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেন, ‘বিশ্বব্যাংক থেকে ৭০ মিলিয়ন ডলার ঋণ নিয়ে লেভারেজিং আইসিটি নামে একটি প্রকল্প হাতে নিয়েছি। এর মাধ্যমে বছরে ৩৫ হাজার দক্ষ আইটি তৈরি করা হবে।’
ইস্টার্ন প্লাস বিসিএস ল্যাপটপ বাজার সমিতির সভাপতি আব্দুল মমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজ আরিফ, আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।