প্রবৃদ্ধি অর্জিত হবে ৫.৪০ শতাংশ: বিশ্বব্যাংক

0
589
Print Friendly, PDF & Email

চলতি ২০১৩-১৪ অর্থ বছরে বাংলাদেশে অর্থনীতি প্রবৃদ্ধি (জিডিপি) পাঁচ দশমিক ৪০ শতাংশ অর্জিত হবে বলে মনে করছে বিশ্বব্যাংক।
বুধবার ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, পাশের দেশগুলোর তুলনায় কেবল শ্রীলঙ্কা ছাড়া অন্য দেশগুলোর তুলনায় এই প্রবৃদ্ধি বেশি।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই পাঁচ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি মোটেও অসন্তোষজনক নয়। অন্য দেশের মধ্যে ভারতে চার দশমিক ৮, নেপালে তিন দশমিক ৮, পাকিস্তানে ৩ দশমিক ৪, শ্রীলঙ্কায় ৭ দশমিক ৪০ অর্জিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
এর আগে এডিবি ৫ দশমিক ৭ শতাংশ, আইএমএফ ৬ শতাংশের নিচে প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দেয়। বাংলাদেশের বাজেটে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরা হলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা হয়।
বিশ্বব্যাংক বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের অর্থনীতির এক দশমিক চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেবাখাতে। এ খাতে ৮৬ শতাংশ ক্ষতি হয়েছে। এছাড়া শিল্প খাতে ১১ শতাংশ ও কৃষি খাতে তিন শতাংশ ক্ষতি হয়েছে।

শেয়ার করুন