রামপুরায় কলেজছাত্রের আত্মহত্যা

0
142
Print Friendly, PDF & Email

রাজধানীর রামপুরা এলাকায় মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে মো. রায়হান (১৯) এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সে খিলগাঁও মডেল কলেজের ছাত্র। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়হানের ভগ্নিপতি মো. ফারুক জানান, মঙ্গলবার রাত ১১টায় রামপুরার ওয়াপদা রোডের নিজ বাসায় গলায় ফাঁস দেয় রায়হান। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার রাত ১২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রায়হান কুমিল্লা জেলার লাকসাম এলাকার মাহবুবুর রহমানের ছেলে। এ ঘটনায় রামপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া। 

শেয়ার করুন