শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি:
হিলি সীমানত্মের ইসমাইলপুর থেকে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকারের ঔষধ ও আতশবাজি আটক করেছে বিজিবি৷
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আব্দুল জব্বার জানান, আজ ভোরে হিলি বাসুদেবপুর ক্যাম্পের নায়েক সুবেদার আঃ হান্নান নেতৃত্বে বিজিবির একটি দল গোপন সংবাদে ওই এলাকায় ওত্ পেতে থাকে৷ এ সময় ভারত থেকে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল মালামাল নিয়ে ওই স্থান দিয়ে যাওয়ার পথে বিজিবি তাদের ধাওয়া করে৷ বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়৷ পরে বিজিবি সেখান থেকে ১ কোটি ৭৫ লৰ ৫৩ হাজার টাকার মালামাল উদ্ধার করে৷ উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় উন্নত মানের পটকা, যৌন উত্তেজক ট্যাবলেট, গরম্ন মোটাতাজাকরণ ট্যাবলেট, ইনজেকশন ইত্যাদি৷ পরে আটককৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়৷