তিস্তাসহ পানির ন্যায্য হিস্যা চাই। সীমান্ত হত্যা বন্ধ করো, রুখো আগ্রাসন বাঁচাও দেশ, লাখো শহীদের বাংলাদেশ।
শ্লোগানকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জাগপার মানববন্ধন চলছে।
মানববন্ধনে যুব জাগপার ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমানসহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
সভাপতিত্ব করেছেন নগর যুব জাগপার সহ-সভাপতি সাইদুল ইসলাম সাগর।
মানববন্ধনে উপস্থিত আছেন, জাগপার সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, যুব জাগপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদার প্রমুখ।