এক মাঘে শীত যায় না : সরকারকে বি চৌধুরী

0
155
Print Friendly, PDF & Email

বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশ’র চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দৌজা চৌধুরী বলেছেন, এক মাঘে শীত যায় না। ঠিক এক মাঘে যেমন শীত যায় তেমনি এই সরকারও চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাঁচ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় বসা এই সরকার জনবিরোধী হবে এটাই স্বাভাবিক।

বি চৌধুরী আরো বলেন, সরকার পুলিশি রাষ্ট্র কায়েম করছে। খুন গুম বেড়েই চলেছে। এই সরকারের হাতে কেউ নিরাপদ নয়।

অবিলম্বে এই গণবিরোধী সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা নুরউদ্দিন সোহেল।

শেয়ার করুন