নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, নির্বাচনকে দলীয় রূপ দেওয়াসহ কয়েকটি কারণে উপজেলা নির্বাচনে সহিংসতা বেড়েছে ।
মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
আবু হাফিজ বলেন, কয়েকটি কারণের মধ্যে রয়েছে ধাপে ধাপে নির্বাচন করা, সাথে সাথে ফলাফল প্রকাশ এবং সবচেয়ে বড় কারণ নির্দলীয় নির্বাচনকে দলীয় রূপদান এবং রাজনৈতিক দলের অসহযোগিতা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য তুলে ধরে কমিশনার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন কম নেই। কিন্তু ভারতের কমিশনের সুবিধা হচ্ছে তারা রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা পান। মিডিয়ার সমর্থন এবং উচ্চ আদালত ইসির অভিভাবকের ভূমিকা পালন করে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা করলে সেখান থেকে আমাদের শেখার আছে। ভুল থেকে আমাদের শেখা উচিত।
তিনি আরো বলেন, কমিশন কি করছে এটা জানার অধিকার দেশের সকলের আছে। তবে আমাদের দাবি কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা এবং পর্যালোচনাগুলো যেন গঠনমূলক হয়।