শর্তসাপেক্ষে রাবি ছাত্রলীগের ধর্মঘট স্থগিত

0
145
Print Friendly, PDF & Email

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রুস্তম আলী অাকন্দের হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শর্তসাপেক্ষে ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে রাবি ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপেক্ষিতে রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেপ্তার ও ছয় দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে আমরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই ধর্মঘট স্থগিত করেছি। যদি আমাদের দাবি না মানা হয়, পরবর্তীতে ফের কঠোর কর্মসূচি দেয়া হবে।’

উল্লেখ্য ছয় দফা দাবিগুলো হলো- নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের হত্যাকরীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ পরিবারের সদস্যদের পুনর্বাসন নিশ্চিত করা, ফারুকসহ বিভিন্ন সময় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসী ছাত্রশিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরসহ সব মৌলবাদী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ , সব ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং অবিলম্বে রাকসু ও অন্যান্য বিভাগীয় সমিতির নির্বাচনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে (২৩) গুলিবিদ্ধ হন। পরে শিক্ষার্থীরা রুস্তম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হল কমিটির দ্বন্দ্বে তিনি খুন হতে পারেন বলে তার সহপাঠিরা ধারণা করছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি শিবিরের হাতে খুন হয়েছেন।

শেয়ার করুন