নওগাঁয় পরিবহন শ্রমিকদের হামলাকারীদের গ্রেফতার ও শারি দাবীতে মানব বন্ধন

0
195
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বিভিন্ন মহাসড়কে অবৈধভাবে ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিকদের কাছে চাঁদা আদায়, নির্যাতন ও নিপীড়ন বন্ধসহ জেলা ধামইরহাটে বাবু ও মিলন ড্রাইভারের হামলা করে বাবুর চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, এনামুল হকের হাত ভেঙ্গে দেয়ায় অবিলম্বে তাদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে জেলা ট্রাক ট্র্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন৷ মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে৷ মানব বন্ধন চলাকালে সংগঠনের সভাপতি সাহাদত ইসলাম শাহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর গফুর সরদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জেলা বেবী ট্যাঙ্,ি অটোরিঙ্া ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাহাদত হোসেন, মশিউল আলম হ্যাপি, বুলু জোয়ারর্দার, জাহাঙ্গীর আলম প্রমুখ৷ বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আন্দোলনের মাধ্যমে সারা জেলাকে অচল করে দেয়া হবে বলে জানান তারা৷
উল্লেখ্য, গত ৫ মার্চ ধামইরহাট উপজেলার বিহারীনগর ব্রীজের কাছে ট্রাক শ্রমিকদের পরিচয়পত্র চেকিং করার সময় কতিপয় শ্রমিক নামধারী সন্ত্রাসীরা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের উপর হামলা চালায়৷ তারা বর্তমানে চিকিত্‍সাধীন রয়েছে৷ এ ব্যাপারে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছেনা বলেও তারা অভিযোগ করেন৷#

শেয়ার করুন