শাহিনুর রহমান সোহাগ, হিলি স্থলবন্দর (হাকিমপুর) প্রতিনিধি:
হিলি সীমানত্মে ইয়াবাসহ একজনকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫৷ গতকাল সোমবার রাত্রী আনুমানিক ৯টায় হিলি কেন্দ্রীয় পৌর কবরস্থান সংলগ্ন এলাকা থেকে আবু তালেব (৩৫) নামে একজনকে ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে৷ আটককৃত আবু তালেব ইসমাইলপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে৷
জয়পুরহাট র্যাব-৫ অধিনায়ক মেজর আঃ রহিম জানান, গত সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিলি বাসুদেবপুর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন এলাকা থেকে র্যাবের একটি দল আবু তালেবকে ৮০ পিচ ইয়াবা সহ আটক করে৷ পরে আটককৃত ওই যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে জানান তিনি৷