নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শহীদুল আলম পিপিএম৷ সোমবার বিকেলে পুলিশ লাইনস মাঠে পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ এনামুল হক, জেলা ও দায়রা জজ মোঃ কামালুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক সুমনসহ জেলার পর্যায়ের কর্মকর্তা ও সুধীবৃন্দরা প্রমুখ উপস্থিত ছিলেন৷ পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন৷ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জাতীয় ও স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷