কুষ্টিয়ার দৌলতপুরে ২টি বিদেশী পিসত্মল সহ ঈগল বাহিনীর ৩ ক্যাডার গ্রেপ্তার

0
240
Print Friendly, PDF & Email

আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া \\
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর গোলাবাড়ি ঘাট এলাকা থেকে ঈগল বাহিনীর ৩ ক্যাডারকে বিদেশী পিসত্মল সহ গ্রেপ্তার করেছে র্যাব৷ এ সময় ঐ ক্যাডার বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে যায়৷ এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে৷
র্যাব ও থানা পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর গোলাবাড়ি ঘাট এলাকায় ঈগল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মিঠু’র নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী গোপন বৈঠক করছে খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি জহুরুল এর নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়৷ অভিযান কালে ঘটনা স্থল থেকে র্যাব ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে এবং ঈগল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মিঠু (৩৫) তার সহযোগী একই গ্রামের আহমদ মন্ডলের ছেলে জালাল (৩২) ও নাটোরের লালপুর থানার গোপালপুর গ্রামের ওহাব প্রামানিকের ছেলে সিদ্দিক প্রামানিক (৩০) কে গ্রেপ্তার করে৷ তাদের কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিঙ্ বিদেশী পিসত্মল, ৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়৷ এসময় ঐ ক্যাডার বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি জহুরুল জানান, বড় ধরনের কোন অপরাধ কর্মকান্ড পরিচালনার জন্য তারা সেখানে বৈঠক করছিল৷ তিনি আরো জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে এবং ঐ বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

শেয়ার করুন