শাহিদ হাতিমী
হেফাজতে ইসলামের আন্দোলনে শাহাদাতবরণকারী হাফিজ শহীদ আনোয়ার জাহিদ স্মৃতিসংসদ সিলেটের একজরুরী সভা বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর বালুচরস্থ জামিয়া নাজাতুল উম্মাহ মাদ্রাসায় অনুষ্ঠিত হবে৷ উক্ত সভায় যথাসময়ে সংশ্লিষ্টসকলকে উপস্থিত থাকার জন্য সংসদের আহবায়বাক মাওলানা তোফায়ে আহমদ উসমানী ও সদস্য সচিব শাহিদ হাতিমী অনুরোধ জানিয়েছেন৷