আদালতকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড্যাব চেয়ারম্যান ডা. আব্দুস সালাম ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল আদালতে স্বশরীরে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
একই সঙ্গে প্রথম আলো এবং জনকণ্ঠ পত্রিকায় তাদের প্রকাশিত বক্তব্যে সত্যতা সহকারে হলফনামা আকারে আদালতে উপস্থাপন করতে সংশ্লিষ্ট প্রতিবেদককে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে গয়েশ্বর রায় বলেছেন, সব কোর্ট মুজিব কোটের পকেটে বন্দি। মুজিব কোটের পকেট ছিঁড়তে না পারলে বিচারকরা সঠিক রায় দিতে পারবেন না। তাদের বিবেক জাগ্রত হবে না।