আন্দোলন বেগবান হয় আর ইমরান এইচ সরকারের চেহারায় চাকচিক্য আসে : আসিফ নজরুল

0
108
Print Friendly, PDF & Email

আমি যখন ইমরানকে দেখতাম তখন আমার খুবি অবাক লাগতো। আমরা দেখেছি ছাত্র আন্দোলন ও এরশাদ বিরোধী আন্দোলন। আমরা জাহানারা ইমামের আন্দোলনেও ছিলাম আন্দোলন থেকে আসার পর আমরা দেখতাম একটা লোকের চেহারা আরো মলিন হয়, কাপড় মলিন হয়, চুল অবিন্যাস্ত হয়, চোখটোখ বের হয়ে আসে ক্লান্তির চোটে। ইমরান এইচ সরকারকে জীবনে প্রথম আমি দেখলাম একটা ছেলে আন্দোলনে আসলো, নেতৃত্বে আসলো প্রতিদিন তার পাঞ্জাবির ঔজ্জ্বল্য বাড়ছে, চেহারায় চাকচিক্য বাড়ছে, একটা বড়লোকি বড়লোকি ভাব আসছে।

শেয়ার করুন