গয়েশ্বরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

0
188
Print Friendly, PDF & Email

দেশের সব আদালতের বিচারিক স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ওই রুল জারি করেন।

এর আগে, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে গয়েশ্বর বলেন ‘সব কোর্টই এখন মুজিব কোর্টের পকেটে বন্দি।’ বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই মানববন্ধনের আয়োজন করেছিল।

ওই সমাবেশে গয়েশ্বর বলে ছিলেন, ‘জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।’

গয়েশ্বর রায়ের দাবি, বিচারকেরা আইনজীবীদের শুনানি শোনেন না। কারণ, তারা সে অনুযায়ী রায় লিখতে পারেন না। বরং তারা একটি ইশারার আশায় বসে থাকেন। সেই ইশারা এলে সে অনুযায়ী রায় লিখতে হয়।

ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য রাখেন।

শেয়ার করুন