রমনা থানায় দায়ের করা মামলায় ছয়মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে তার মুক্তিতে আর বাধা রইলো না। সোমবার সকালে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। গত ১৬ই মার্চ রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় মির্জা ফখরুল সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সুপ্রভাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে বাসযাত্রী হাবিবুর রহমান মারা যান। ১লা ডিসেম্বর এ ঘটনায় রমনা থানায় বিএনপি নেতাদের নামে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার এ মামলার শুনানি শেষে বিচারক মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন।