আশরাফুল ইসলাম অনিক , কুষ্টিয়া প্রতিনিধি \\
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাসভবনে গত রাত সোয়া ১০টার দিকে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ তবে কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়ে তাত্ৰনিক কোনো তথ্য জানা যায় নি৷ এতে ক্যাম্পাসে চরম আতংক বিরাজ করছে৷
ক্যাম্পাসে ভিসির বাসভবনের দায়িত্বরত আনসার সদস্যরা জানান, শনিবার রাত ১০টার দিকে উপাচার্য বাসভবনের নিকটে পরপর দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে৷ এসময় খানিকটা অন্ধকার থাকায় কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি৷ পরে ইবি থানার পুলিশ, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ বিষয়টি ইবি থানা পুলিশকে জানানো হয়েছে৷’
ইবি থানার ওসি মীর শরিফুল হোসেন জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে৷’
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘আমি ঢাকাতে আছি৷ তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমি শুনেছি৷ তিনি বলেন, কারা কী কীরণে ককটেল ফুটিয়েছে তা আমার জানা নেই৷’
ক্যাম্পাস অচলাবস্থা থাকায় এমনিতেই শিৰার্থীরা হল ত্যাগ করছে৷ এদিকে ভিসির বাসবভনে ককটেল বিস্ফোরনে ক্যাম্পাসে শিৰক, কর্মকর্তা, কর্মচারী ওশিৰার্থীদের মাঝে চরম আতং্ক বিরাজ করেছ৷
উলেস্নখ্য, এর আগেও ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাসভবনে দুই বার প্রায় একই সময়ে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷