শাবিতে শিক্ষকের রুমে ফের তালা

0
174
Print Friendly, PDF & Email

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক শিক্ষকের রুমে ফের তালা ঝুলিয়েছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

যৌন হয়রানির প্রশ্রয়দাতা ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে রোববার দুপুর আড়াইটায় বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা শিক্ষক মো. নাছির উদ্দিনের রুমে ফের তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের আগ পর্যন্ত তালা খুলে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেয় তারা।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও যৌন নির্যাতন সেলের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হক, তদন্ত কমিটির আহ্বায়ক এবং ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সাথে আলাদাভাবে দেখা করে। এর আগে তিন দফা দাবিতে বিভাগের প্রায় দুইশতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে শোডাউন দিয়ে গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান নেয়।

জানা যায়, লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করা কর্মচারী আবু সালেহ ও যৌন হয়রানির প্রশ্রয়দাতা ও আপত্তিকর মন্তব্যকারী শিক্ষক মো. নাছির উদ্দিনের রুমে গত ৩ এপ্রিল তালা ঝুলিয়ে দেয়।

শেয়ার করুন