ক্রিকেট নিয়ে স্ত্রীর আত্মহত্যা

0
227
Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গত রবিবার দিবাগত রাতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনায় স্ত্রী সাহিদা আক্তার (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের স্বামী আব্দুর রহিম জানান, তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রাজিবের বড়বাড়ি এলাকায় বসবাস করত। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে তারা ক্রিকেট খেলা দেখছিলেন। ওই সময়ে সাহিদা তাকে খেলা দেখা বন্ধ করে ঘুমাতে যেতে বলে। কিন্তু সে তার কথা না শুনে ক্রিকেট খেলা দেখতেই থাকে। পরে সাহিদা ঘরের দরজার ছিটকিনি লাগিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন।

মৃত সাহিদার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প স্বামী আব্দুর রহিমকে আটক করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক।

শেয়ার করুন